হোবার্টে রেকর্ড রান তাড়া করে জয় ভারতের; বোলিংয়ে সেরা অর্শদীপ সিং

ভারতকে জেতানোর পর ওয়াশিংটন সুন্দর (বাঁয়ে) ও জিতেশ শর্মার উচ্ছ্বাসছবি: এএফপি
খেলা ডেস্ক
তিন সংস্করণের মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলেই সবচেয়ে নিয়মিত ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। যদিও এই সংস্করণে তিনি ব্যাট করার সুযোগ পান কমই, কিন্তু হোবার্টে আজ সেই স্পিন অলরাউন্ডার ব্যাট হাতেই কামাল দেখালেন। তাঁর অপরাজিত ৪৯ রানের অনিন্দ্য সুন্দর ইনিংসের সুবাদেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।
নিনজা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও জশ ইংলিসকে হারালেও টিম ডেভিড (৭৪) ও মার্কাস স্টয়নিসের (৬৪) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। ভারত লক্ষ্য টপকে গেল ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে।

সুন্দরের ব্যাটিং ও রেকর্ড জয়
অধিনায়ক সূর্যকুমার যাদব আজ সুন্দরকে দিয়ে বল না করালেও ব্যাট হাতে তিনি কাজটা সেরেছেন। ২৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ২১৩.০৪ স্ট্রাইক রেটে তিনি অপরাজিত ৪৯ রান উপহার দেন। এটি সুন্দরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
- রেকর্ড: হোবার্টে এখন এটিই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই ভেন্যুতে প্রথমবারের মতো টি–টোয়েন্টি ম্যাচও হারল অস্ট্রেলিয়া।
- অনন্য কীর্তি: আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মুখোমুখি টি–টোয়েন্টি ম্যাচে এটি কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়াই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
লক্ষ্য তাড়ায় ভারতকে উড়ন্ত শুরু এনে দেন অভিষেক শর্মা (২৫)। তিলক বর্মা (২৯), সূর্যকুমার (২৪) ও জিতেশ শর্মাদের (২২) কার্যকরী ইনিংসে নিয়মিত উইকেট হারালেও ভারত একবারও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি। আজকের জয়ে ৫ ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরাল ভারত।
সংক্ষিপ্ত স্কোর ও পুরস্কার
রান উৎসবের এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে একজন বোলারের হাতে। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ভারতীয় পেসার অর্শদীপ সিং হয়েছেন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর:
- অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৬/৬ (ডেভিড ৭৪, স্টয়নিস ৬৪; অর্শদীপ ৩/৩৫)।
- ভারত: ১৮.৩ ওভারে ১৮৮/৫ (সুন্দর ৪৯*, তিলক ২৯)।
- ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
- ম্যান অব দ্য ম্যাচ: অর্শদীপ সিং (ভারত)।
- সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১–১ সমতা।
সিরিজের চতুর্থ টি–টোয়েন্টি আগামী বৃহস্পতিবার গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে।
