
ডন হক, সালমান শাহ্ ও সামিরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তাঁর স্ত্রী সামিরা হক এবং অভিনয়শিল্পী ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আজ এ আদেশ দেন।
মামলা ও নিষেধাজ্ঞা
- মামলা: ২৯ বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা মডেল থানায় হত্যা মামলা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
- আসামিরা: মামলার এজাহারে আসামি হিসেবে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, অভিনয়শিল্পী ডনসহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
- পুলিশের পদক্ষেপ: রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে তাঁদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
সালমান শাহর মৃত্যু
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।
- এ ঘটনায় তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেছিলেন।
- ১৯৯৭ সালের ৩ নভেম্বর পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করে।
