
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনেছবি।
প্রতিনিধি, শাহজালাল বিশ্ববিদ্যালয়।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) রোডম্যাপ ঘোষণা না করায় একদল শিক্ষার্থী আগামীকাল বুধবার থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ ও দাবি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও শাকসু নির্বাচনের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
- দাবির কারণ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক পলাশ বখতিয়ার বলেন, শাকসু ব্যতীত বৈধ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন অসম্ভব।
- আশঙ্কা: শিক্ষার্থী মো. মুস্তাকিম আশঙ্কা প্রকাশ করেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অতীতে হল দখল, অস্ত্রবাজি ও সহিংসতা ফিরে আসতে পারে।
- কর্মসূচি: ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন (শিশির) বলেন, শাকসুর নির্বাচনের কমিশন গঠন ও রোডম্যাপের দাবিতে আগামীকাল বুধবার বেলা দুইটা থেকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে একই দিন শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর শাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন, কারণ এখন ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
শাকসু নির্বাচনের অগ্রগতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. সাজেদুল করিম বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন বা দাবির বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি। শিক্ষার্থীদের শঙ্কার বিষয়ে বলব, নির্বাচনের কাজ অনেক এগিয়ে গেছে।”