
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগোফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেছিলেন।
দুদকের অভিযোগ
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আমানতকারীদের অর্থ তছরুপের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে সেই অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন।