বিবিসি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে বলেছেন, রাশিয়ার দখলে চলে যাওয়া সব জায়গা ইউক্রেন পুনরুদ্ধার করতে পারে। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এটি তাঁর অবস্থানের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের নতুন অবস্থান
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, “যেখান থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল, সেই মূল সীমানাগুলো ইউরোপ ও ন্যাটোর সহায়তা নিয়ে ইউক্রেন পুনরুদ্ধার করতে পারে।” তিনি মনে করেন, রাশিয়ার অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপ এক্ষেত্রে সহায়ক হবে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে তিনি সতর্ক করেছিলেন যে, শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। তবে এবার তিনি বললেন, ইউক্রেন এর চেয়েও বেশি কিছু অর্জন করতে পারে। তবে তিনি এ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
ট্রাম্প বলেন, ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে “ভালোভাবে জানা–বোঝার” পর তাঁর অবস্থান বদলেছে। তিনি আরও বলেন, “পুতিন এবং রাশিয়া বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, আর এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময়।” এ সময় ট্রাম্প রাশিয়াকে “কাগুজে বাঘ” বলে উল্লেখ করেন।
জেলেনস্কির প্রতিক্রিয়া
ট্রাম্পের এই “বড় পরিবর্তন”কে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। জাতিসংঘ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি বুঝতে পেরেছেন যে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জেলেনস্কি বলেন, “আমি মিথ্যা বলতে চাই না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।” তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, অস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোন সরবরাহ করা হতে পারে।