
ফিলিস্তিনি শিশুরা গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে একটি দাতব্য সংস্থার কাছ থেকে খাবার সংগ্রহ করতে জড়ো হয়েছে। ২১ অক্টোবর ২০২৫ছবি: এএফপি।
আল-জাজিরা।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় ক্ষুধার সংকট বিপর্যয়কর পর্যায়ে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বৃহস্পতিবার ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস গাজার মানুষের ক্ষুধা নিয়ে উদ্বেগ জানিয়ে এ সতর্কবার্তা দেন।
ত্রাণ প্রবেশ ও খাদ্য সরবরাহ
বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
- অপর্যাপ্ত সরবরাহ: ত্রাণ সংস্থাগুলো বলেছে, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হচ্ছে, তা সেখানকার মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।
- ডব্লিউএফপি’র তথ্য: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, গাজায় প্রতিদিন দুই হাজার টন ত্রাণসহায়তা পৌঁছানোর কথা থাকলেও এর চেয়ে অনেক কম পৌঁছাচ্ছে।
- বাধার কারণ: এর মূল কারণ হলো, ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বর্তমানে মাত্র দুটি প্রবেশদ্বার খোলা রয়েছে।
