
খেলা ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৫
ম্যাচ ফিক্সিংয়ের ভূত এবার ভর করেছে ভারতের উত্তর প্রদেশ (ইউপি) টি-টোয়েন্টি লিগেও। চলমান এই টুর্নামেন্টে ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) থানায় অভিযোগ করলে পুলিশ একটি মামলা দায়ের করেছে।
পুলিশের কাছে জমা দেওয়া এজাহারে বলা হয়েছে, গত ১৯ আগস্ট উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগের দল কাশি রুদ্রার ম্যানেজার অর্জুন চৌহানের কাছে ইনস্টাগ্রামে ‘vipss_nakrani’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক বার্তা আসে।