
গোলের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের জয়ের নায়ক মাতেও সিলভেত্তি (১৭ নম্বর)এএফপি।
খেলা ডেস্ক।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবল দল ১৮ বছরের অপেক্ষার অবসানের খুব কাছে চলে গেল। চিলিতে আজ বাংলাদেশ সময় সকালে সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে যুবাদের বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
আর্জেন্টাইনদের জয়ের নায়ক লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেত্তি। ম্যাচের ৭২ মিনিটে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ফাইনালে ওঠার পর আর্জেন্টাইনদের উল্লাস
এএফপি।
গোল ও ফাইনাল
- গোল: দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টার ফসল ছিল সিলভেত্তির গোলটি। বেনফিকায় খেলা উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির নিখুঁত পাস থেকে বলটিকে জালে পাঠান সিলভেত্তি।
- সিলভেত্তির ফর্ম: সিলভেত্তি নকআউট পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচেই গোল পেলেন। টুর্নামেন্টে তাঁর গোল এই তিনটিই।
- ফাইনাল: বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে সান্তিয়াগোতে ফাইনালে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এর আগে আর্জেন্টিনা সর্বশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ২০০৭ সালে।