
ছবি: সাবিনা ইয়াসমিন
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫–২০২৬ প্রকাশ করা হয়েছে। এই নীতিমালা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে কার্যকর হবে।
নীতিমালার মূল পরিবর্তনসমূহ
এবারের নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে:
- জিপিএ হ্রাস: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের ক্ষেত্রে জিপিএ কমেছে।
- নম্বর কাটার পরিবর্তন:
- পূর্ববর্তী বছরের এইচএসসি পাস প্রার্থীদের নম্বর কাটার ক্ষেত্রে পরিবর্তন এসেছে।
- পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নম্বর কাটার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।
 
- পরীক্ষার বিষয় পরিবর্তন: পরীক্ষার মোট ১০০ নম্বরের বণ্টনে পরিবর্তন এসেছে:
- পদার্থবিদ্যায় ৫ নম্বর কমেছে।
- সাধারণ জ্ঞানে ৫ নম্বর বেড়েছে।
 
এই নতুন নীতিমালা বিএমডিসি-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 
         
         
         
         
        