
ময়মনসিংহ মেডিকেল কলেজ অবস্ এন্ড গাইনী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হওয়ায় ডা. আফসানা রওশন কে অভিনন্দন জানিয়েছেন সহপাঠী ও অন্যান্য ডাক্তারগণ। ছবি ও সংবাদ:- রাশিদ আহমেদ নিসর্গ।
কলেজ অবস্ এন্ড গাইনী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হলেন ডা. আফসানা রওশন । অধ্যাপক ও বিভাগীয় প্রধান হওয়ায় ডা. আফসানা রওশন কে অভিনন্দন জানিয়েছেন সহপাঠীসহ সর্বস্তরের চিকিৎসক বৃন্দ। সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হওয়ায় এক ভোজের আয়োজন করা হয়।
এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম কিবরীয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল আলম খান, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান,, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ।নেত্রকোনা মেডিকেল কলেজের কলেজের অধ্যক্ষ আলম নোমান, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ফয়সাল আহাম্মেদ, বিএম এর সাবেক সভাপতি অধ্যাপক এ কে মুসা শাহিন সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক সহ প্রায় ১হাজারের মতো ডাক্তার এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বি.এম এর সাবেক সাধারণ সম্পাদক ও ডা. আফসানা রওশন এর স্বামী বিএম এর সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট পেশাজীবী নেতা অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।