চিৎকার শুনে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়েছে এক সন্ত্রাসীকে

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
নেশার টাকার জন্য ময়মনসিংহ মহানগরীর কালিবাড়ি চর এলাকায় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বুধবার (২২ অক্টোবর) রাতে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। বর্তমানে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেকহা) চিকিৎসাধীন আছেন।
হামলা ও গণধোলাই
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সন্ত্রাসীরা কালিবাড়ি চর এলাকায় হঠাৎ করেই হামলা চালায় এবং নেশার টাকার দাবিতে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহতদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে দ্রুত মমেকহা-তে ভর্তির ব্যবস্থা করেন।
সন্ত্রাসীরা পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে তাদের মধ্যে একজন সন্ত্রাসীকে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশ এ ঘটনায় গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।