
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।ছবি
স্টাফ রিপোর্টার : জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে চজ পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ ইসলামী শাসনতন্ত্র সহ ৫ দফা দাবিতে বাদ জুমা ঐতিহাসিক ময়মনসিংহ বড় মসজিদ চত্তর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে ১০অক্টোবর শুক্রবার বিকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত হয়েছে ।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এসময় ইসলামী আন্দোলন ময়মনসিং হ জেলা দক্ষিণের দক্ষিণের সভাপতি মামুনুর রশিদ সিদ্দিকী, সংসদ সদস্য প্রার্থী মাোলানা মুস্তাফিজ মাওলানা মুস্তাফিজ, , মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, এডভোকেট জিল্লুর রহমান, কারী হাবিবুল্লাহ বেলালী, মাওলানা আইয়ুব আলী নূরানী, সহ অনেকেই, এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলনের নূর মোহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব গোলাম মোর্শিদ রানা, সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম জুয়েল সহ অনেকেই।
