
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ. হান্নান খান বলেছেন, “গাছ কাটলে সর্বনাশ, বন্যা খরা জলোচ্ছ্বাস। তাই আমরা বেশি বেশি বৃক্ষ রোপণ করি। বৃক্ষ রোপণ করি, তপ্ত বায়ু শীতল করি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান ‘গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গত বুধবার (১৫ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর ২০, ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালী ওয়াপদা মোড়, বাকৃবি শেষ মোড়, বয়রা ঈদগাহ মাঠ, সুতিয়াখালী বাজার ও সমাধানের মোড় এলাকাতে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ
অ্যাডভোকেট এম. এ. হান্নান খান ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, জেলা চারদলীয় ও ২০-দলীয় জোটের সাবেক সমন্বয়কারী এবং জেলা কৃষক দলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন:
- ২০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন।
- ২১ নং ওয়ার্ড বিএনপির সাইফুল ইসলাম বাবুল ও নওশের আহমেদ রবিন।
- ২২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজুসহ স্থানীয় বিএনপি নেতা আলম, সাইফুল, হামিদ, রুহুল ও শাহাদাৎ হোসেন।
- ২৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক দেলাওয়ার হোসেন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।