
সোনার বার। প্রতীকী ছবি।
বানিজ্যিক ডেস্ক।
চলতি বছর যে ঊর্ধ্বগতি দিয়ে বিশ্ববাজারে সোনার দাম বাড়া শুরু হয়েছিল, বছরের শেষভাগে এসে সেই ধারায় ছেদ পড়েছে। গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম ৮ শতাংশের বেশি কমেছে, যা ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে ঘটেনি।
গতকাল সোমবার সোনার দাম ৩ শতাংশের বেশি কমেছিল এবং আজ মঙ্গলবার দিনের শুরুতেও নিউ ইয়র্কের বাজারে সোনার দাম শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৯০ ডলার ছিল।
দাম কমার প্রধান কারণ
চলতি বছর ভূরাজনৈতিক উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর সম্ভাবনার পরিপ্রেক্ষিতে সোনার কদর বাড়লেও, বর্তমানে বাজারের মানসিকতা পাল্টে গেছে:
- ডলারের শক্তিশালী হওয়া: ডলার সূচক (ডলার ইনডেক্স) ১০৬-এর ওপরে উঠে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য সোনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে, ফলে চাহিদা কমেছে।
- মুনাফা তুলে নেওয়া: যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন।
- বিনিয়োগে ঝুঁকি: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় শেয়ার ও বন্ডবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়ছে। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি আকর্ষণ কমছে।
