
মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন অন্তর্জালে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বুধবার রাতে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘রক্তবীজ ২’-এর গান ‘চোখের নীলে’। এই গানে বিকিনিতে দেখা গেছে তাঁকে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এমন সাহসী পদক্ষেপ এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।

রক্তবীজ ২’ সিনেমার গানে মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পর্দায় অন্তরঙ্গ বা চুম্বন দৃশ্যে মিমি স্বচ্ছন্দ নন। এই কারণে তিনি অতীতে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তবে এই গানে কেন বিকিনি পরেছেন—এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, “দুটো তো আলাদা, আকাশ-পাতাল তফাত। একটা হলো, আমার শরীর, আমার সিদ্ধান্ত। দ্বিতীয়টা হলো, আমার শরীর, আমার সিদ্ধান্ত, কিন্তু ক্যামেরার সামনে কারও ঘনিষ্ঠ হতে হবে, যেটা দর্শক দেখবে।”
বিকিনি পরার সিদ্ধান্ত প্রসঙ্গে মিমি বলেন, “১০ বছর আগে আমি বিকিনি পরতে কমফোর্টেবল ছিলাম না, কিন্তু আজকে হয়েছি। আমি অনেক ছবি ছেড়েছি এই কারণে, তবে কোনো অনুতাপ নেই। আমার পরিবারও বেশ রক্ষণশীল। বিকিনি পরার জন্য মাকেও আমার কনভিন্স করাতে হয়েছে, তারপর বাবাকে বোঝাই যে এটা আমার কাজ।”
’রক্তবীজ ২’ সিনেমার জন্য বিকিনিতে অভিনয় করার সিদ্ধান্তটি খুব সহজ ছিল না। তিনি জানান, নির্মাতারা (নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়) এবং তার টিমের ওপর ভরসা রেখেই তিনি এই দৃশ্যে কাজ করেছেন। তিনি বলেন, “একা তো কিছু করছি না। রাইট প্লেস, রাইট মোমেন্ট, ওই গানটা, ওই ডিওপি দরকার। ওই কমফোর্ট জোন না হলে করতাম না।” একই প্রসঙ্গে তিনি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “মেয়ে বিকিনি পরবে, মা রাজি হননি। মাকে বুঝিয়েছিলাম, কাজের জন্য এবং দর্শককে নতুন কিছু দেওয়ার জন্য এই পদক্ষেপ জরুরি।”

এই প্রথম কোনো গানে টু পিস বিকিনিতে দেখা গেল মিমিকে। গানটি মুক্তির পর থেকেই মিমির আবেদনময়ী লুক আলোচনায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। (https://in.bookmyshow.com/person/mimi-chakraborty/33209)