“পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না”; জিয়াউর রহমানই সংস্কারের শুরু করেছিলেন

প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে।ছবি:
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বিএনপি দল হিসেবে ‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের বিরোধী।”
প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
বিএনপির সংস্কারের ইতিহাস
মির্জা ফখরুল দাবি করেন, বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন:
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বিএনপির প্রতিষ্ঠাতা) হাত দিয়েই। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় গিয়েছিলেন এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তাঁর সময়েই বদ্ধ অর্থনীতি থেকে উন্মুক্ত অর্থনীতিতে নতুন কাজ শুরু হয়।
- বেগম খালেদা জিয়া: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা (প্রেসিডেন্ট ফর্ম অব গভর্নমেন্ট) থেকে সংসদীয় ব্যবস্থায় (পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্ট) পরিবর্তন এনেছিলেন।
প্রযুক্তি ও অনলাইন কার্যক্রম
বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র নেতা-কর্মীদের আরও বেশি প্রযুক্তিজ্ঞানসম্পন্ন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
