
অনেক সংগ্রামের মধ্য দিয়ে সন্তানের ভালো ফল পেয়ে খুশি নামিরার মা। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫ ) দুপুরে তোলাছবি: দীপু মালাকার।
সাদিয়া মাহ্জাবীন ইমাম, ঢাকা।
এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছেন নামিরা আজম। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পাওয়া ৭৯৭ জন শিক্ষার্থীর মধ্যে তিনিও একজন।
তবে ফলাফল প্রকাশের দিনে শত শত শিক্ষার্থীর উচ্ছ্বাস ও উল্লাসের মধ্যে তাঁর মুখ ছিল ম্লান। কারণ, তাঁর জিপিএ-৫ পাওয়ার এই সাফল্য তাঁর বাবা দেখে যেতে পারেননি।
সাফল্যের গল্প
এইচএসসির দুই বছর নামিরা নানা কারণে সেভাবে পড়ালেখা করতে পারেননি। টেস্ট ও প্রিটেস্টের ফলাফলও ভালো ছিল না। কিন্তু পরীক্ষা শুরুর আগে দুই মাস তিনি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেন।
নামিরা বলেন, “ঘণ্টা হিসাবে নয়, নিজের দুর্বলতা বুঝে পড়েছি।” আর তাতেই এমন ফল হয়েছে।