ময়মনসিংহের ৬ জেলার ডিলারদের ৪ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

আমান উল্লাহ আকন্দ
ময়মনসিংহ
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদা মোতাবেক সার কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদন না করলে সার সংকট দেখা দেবে—এমন আশঙ্কা থাকলেও ডিলাররা বলছেন, জেলার চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ সঠিক পরিমাণে দেওয়া হলে সারাদেশে কোনো সার সংকট হবে না।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় ময়মনসিংহ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ডিলাররা এসব তথ্য জানান।
এই সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার (ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল) নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ডিলারদের ৪ দফা দাবি
সংবাদ সম্মেলনে কৃষকদের চাহিদা মোতাবেক সারের বরাদ্দ, ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ, কমিশনের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল রেখে অংশীজনের সাথে আলোচনা করে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নীতিমালা সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হলে, তা রাজনৈতিক সরকার গঠনের পর আবার পরিবর্তন হতে পারে। তাই সংশ্লিষ্ট সকল পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতামতের মাধ্যমে নতুন নীতিমালা কার্যকর করার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এস. এম. বাবুল, বর্তমান পরিচালক শহিদুল রহমান ও সাবেক পরিচালক মো: চাঁদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।