
আফগানিস্তান টি–টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খানএএফপি।
খেলা ডেস্ক।
আফগানিস্তানের আরগুন জেলায় বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। তাঁর চোখে এই হামলা ‘নীতিবিবর্জিত ও বর্বরতাপূর্ণ’।
- নিহতরা: কবির, সিবঘাতুল্লাহ এবং হারুন নামে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।
- এসিবির অবস্থান: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে শোক জানিয়েছে। একই সঙ্গে এসিবি পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে।
রশিদ খানের বিবৃতি
এসিবির সিদ্ধান্তের পর রশিদ খান তাঁর এক্স হ্যান্ডলে করা পোস্টে বলেন:
”বেসামরিক মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু এবং তরুণ ক্রিকেটাররা—যাঁরা একদিন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন।”
”বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো সম্পূর্ণ নীতিবিবর্জিত এবং বর্বরতাপূর্ণ কাজ। এ ধরনের অন্যায় ও অবৈধ হামলা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ—যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না।”
তিনি এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “জাতীয় মর্যাদার চেয়ে বড় কিছু হতে পারে না।”