
ওসামা বিন লাদেন।
এএনআই
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০০১ সালে মার্কিন অভিযানের সময় আফগানিস্তানের তোরা বোরা পাহাড় থেকে নারীর বেশে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা জন কিরিয়াকু ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন দাবি করেছেন।
সাবেক সিআইএ কর্মকর্তার দাবি
- অভিযানের সময়: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ে আল-কায়েদার নেতা লাদেনসহ অন্য সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী অভিযান চালায়।
- বিপদ: কিরিয়াকু, যিনি ১৫ বছর সিআইএতে কাজ করেছেন, বলেন যে তাঁরা জানতেন না যে সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের দোভাষী আসলে ‘আল-কায়েদার সদস্য’ ছিলেন এবং তিনি পরিচয় লুকিয়ে মার্কিন সেনাবাহিনীতে ঢুকে পড়েছিলেন।
- ভুল ধারণা: কিরিয়াকু বলেন, “আমরা ভেবে বসেছিলাম, বিন লাদেনকে আমরা কোণঠাসা করতে পেরেছি। আমরা তাঁকে পাহাড় থেকে নেমে আসার জন্য বলেছিলাম।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ঘটনার প্রতিক্রিয়ায় কাজ করেছিল এবং আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে চায়নি বলেই এক মাসের বেশি সময় অপেক্ষা করেছিল।
