এএফপি
কাবুল
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৬

বাগরাম বিমানঘাঁটি থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এভাবেই উড়াল দিত মার্কিন যুদ্ধবিমানফাইল ছবি : রয়টার্স
আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন আফগান তালেবান সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার স্থানীয় সংবাদমাধ্যমকে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, এই ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এই মার্কিন সামরিক ঘাঁটি ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করার পর তালেবান সরকারের এই কর্মকর্তা এ কথা বললেন।
ট্রাম্পের হুমকি এবং তালেবানের প্রতিক্রিয়া
বাগরাম ঘাঁটি ফিরিয়ে না দিলে গতকাল শনিবার ট্রাম্প আফগানিস্তানকে শাস্তির হুমকি দেন। তবে তিনি কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা উল্লেখ করেননি। এর মাত্র কয়েক দিন আগে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরকালে তিনি বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
৭৯ বছর বয়সী এই নেতা তার নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, “আফগানিস্তান যদি যারা বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে!”
এর প্রতিক্রিয়ায় আজ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, “কিছু লোক” একটি “রাজনৈতিক চুক্তি”-র মাধ্যমে ঘাঁটিটি ফিরিয়ে নিতে চান। তিনি বলেন, “সম্প্রতি কিছু লোক বলেছেন যে তারা বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছেন।” ফিতরাত আরও পরিষ্কারভাবে বলেন, “আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমাদের এর কোনো প্রয়োজন নেই।”
এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষার ওপর সরাসরি পানি ঢেলে দিল তালেবান সরকার, যা দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।