
ট্রাম্পের ‘সন্ধির প্রস্তাব’, পুরোপুরি প্রতিদান দেবেন মোদি
প্রতিনিধি
নয়াদিল্লি
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৯
সম্পর্কটা ঠিক কেমন—সেই জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বার্তা ইতিবাচক বলে মনে করছে ভারত। তাই এই প্রথম ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া গেল। আজ শনিবার সকালে মোদি ‘এক্স’ মারফত বললেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্ক নিয়ে তাঁর ইতিবাচক মনোভাবের প্রশংসা করি। আমরা পুরোপুরি এর প্রতিদান দেব।’
এক দিন আগে, গতকাল শুক্রবার এই ট্রাম্পই তীর্যকভাবে বলেছিলেন, ‘ভারত ও রাশিয়াকে আমরা চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এ বার্তার সঙ্গে তিনি এসসিও সম্মেলনে যোগ দেওয়া মোদি, পুতিন ও সি চিন পিংয়ের ছবিও দিয়েছিলেন।