
শেরে বাংলা স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ঘিরে তৈরি হওয়া সমালোচনা, বিশেষ করে বিমানবন্দরে খেলোয়াড়দের লক্ষ্য করে স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স জানান, তিনি ক্রিকেটারদের প্রতি বর্ণবাদী মন্তব্যে খুবই বিরক্ত। তিনি এই প্রসঙ্গে উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলী-কে নিয়ে হওয়া মন্তব্য সামনে এনেছেন।
সিমন্সের বক্তব্য
- বর্ণবাদী মন্তব্য নিয়ে বিরক্তি: সিমন্স বলেন,

সিমন্স সংবাদ সম্মেলনে জাকের আলীকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের প্রসঙ্গও টেনেছেন।
উল্লেখ্য, আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর দেশে ফেরার সময় বিমানবন্দরে ক্রিকেটারদের লক্ষ্য করে একদল লোক ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এর প্রতিক্রিয়ায় ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ফেসবুকে ‘ঘৃণা নয়, ভালোবাসা চাই’ বলে পোস্ট দেন।