রয়টার্স
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৩৫

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জাতিসংঘে ইসরায়েল–ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ নিয়ে বৈঠকে বক্তৃতা দিচ্ছেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২২ সেপ্টেম্বর ২০২৫রয়টার্স
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল মঙ্গলবার বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ এই মন্তব্য করেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের ওপর যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার ক্ষমতা একজনেরই আছে, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “এ বিষয়ে কিছু করার ক্ষমতা একজনের আছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট।”