
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে।
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দ বাজারসংলগ্ন পুরোনো বাঁশ বাজারের খাস জায়গা বন্দোবস্ত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দোবস্ত বাতিলের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ ও দাবি
ব্যবসায়ীরা জানান, বাঁশ বাজারে প্রায় ২১ শতাংশ খাস জায়গা রয়েছে, যা বর্তমানে শহরের যানজট নিরসনে ব্যবসায়ীদের মালামাল ওঠানো–নামানোর জন্য ব্যবহৃত হয়। এই জায়গাটি ছাড়া তাঁদের কোনো বিকল্প ব্যবস্থা নেই।
- বন্দোবস্ত: সম্প্রতি ২০ দশমিক ৯৪ শতাংশের এই খাস জায়গাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩ জন অপরিচিত ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, জায়গাটি বিএনপির প্রভাবশালী নেতাদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে।
- দাবি: বক্তারা জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে বন্দোবস্ত বাতিলের দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
প্রশাসনের বক্তব্য
- ইউএনও: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, খাস খতিয়ানের জায়গাটি ৩৩ জনের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। তবে উত্তেজনা বিরাজ করায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে ৩৩ জনের নাম প্রকাশ করা হচ্ছে না।
- জেলা প্রশাসক: জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বহু বছর ধরে জায়গাটি ময়লার ভাগাড় ছিল। সরকারের রাজস্ব বাড়াতে এটি বন্দোবস্ত দেওয়া হয়েছে। যাঁরা বন্দোবস্ত পেয়েছেন, তাঁরা ময়লা সরিয়ে বালু ফেলে সুন্দর করেছেন, তাই এটি অন্যদের চোখে পড়েছে। তিনি বলেন, হাটবাজারের জায়গা ট্রাক রাখার জন্য বরাদ্দ দেওয়া যায় না। তিনি সাইনবোর্ড ভেঙে ফেলায় ইউএনওকে মামলা করার নির্দেশ দিয়েছেন।