
ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শিক্ষকেরা আন্দোলন করছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
রাজধানীর প্রেসক্লাব এলাকায় ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় অন্তত ৪৩ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার বিবরণ
- সংঘর্ষ: আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে শিক্ষকেরা প্রেসক্লাবের সামনে থেকে ভুখা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। একটু সামনে এগোতেই তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন।
- পুলিশের পদক্ষেপ: সোয়া দুইটার দিকে তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের এলাকায় অবস্থান নেন।
- পুলিশের বক্তব্য: শাহবাগ থানার প্যাট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ জানান, ইবতেদায়ি শিক্ষকেরা জোর করে সচিবালয়ে যাওয়ার চেষ্টার সময় তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
- আহত: ঢাকা মেডিকেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশের জলকামান, কাদানে গ্যাসের শেল ও লাঠিচার্জে অন্তত ৪৩ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক আহত হয়েছেন
