
ইধিকা পাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৫
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত। কারণটা আর কিছুই নয়, বাংলাদেশের সিনেমা দিয়েই যে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তাঁর জুটি হিট; রাতারাতি দুই বাংলায় পরিচিতি পান। চলতি বছরের ঈদে দ্বিতীয়বারের মতো শাকিবের জুটি হন ইধিকা। মেহেদি হাসানের সেই সিনেমা ‘বরবাদ’ও ছিল আলোচনায়। তবে এবার অন্য রকম অভিজ্ঞতা হলো অভিনেত্রীর।
শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর মাঝখানো গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় দেখা যায় তাঁকে। সেটি ছিল কলকাতায় তাঁর প্রথম সিনেমা। ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তির পর সে সিনেমাও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। টানা তিন সিনেমার বক্স অফিস সাফল্যের পর অনেকে ধরেই নিয়েছিলেন, ইধিকা মানেই হিট। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া ‘বহুরূপ’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ফ্লপের স্বাদ নিতে হচ্ছে অভিনেত্রীকে।