
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে উৎপাদন শুরুর দাবিতে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ। বুধবার দুপুরে কারখানার সামনেছবি:
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটের কারণে প্রায় আট মাস ধরে বন্ধ থাকা ইউরিয়া উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার সকালে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কারখানার সামনে এই কর্মসূচি পালিত হয়।
গ্যাস সংকট ও উৎপাদন বন্ধ
কারখানা সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানার দিনে অন্তত ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা আছে, যার জন্য প্রতিদিন প্রায় ৪ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন।
- উৎপাদন বন্ধ: গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না করায় উৎপাদন বন্ধ ছিল।
- পুনরায় বন্ধ: শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু হলেও, মাত্র ৩৮ দিন পর চলতি বছরের ১ মার্চ থেকে আবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
শ্রমিকদের দাবি ও হুঁশিয়ারি
আজ সকালে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদসহ অন্যান্য বক্তারা বলেন:
- কমিশন-বাণিজ্য: তাঁদের অভিযোগ, একটি মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন–বাণিজ্য করতে বছরের বেশির ভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে কারখানাটি দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
- দাবি: গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সারের চাহিদা বেশি এবং কারখানাটি চালু রাখলেই সরকার লাভবান হবে।
- হুঁশিয়ারি: বক্তারা অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে শ্রমিক-কর্মচারীরা কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন।
