
জামালপুরের মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কেছবি:
প্রতিনিধি, জামালপুর।
জামালপুরের মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবি ও কর্মসূচি
- মানববন্ধন ও অবরোধ: শিক্ষার্থীরা প্রথমে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন করেন। এরপর মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এবং একপর্যায়ে বেলা দেড়টার দিকে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
- স্মারকলিপি: দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
দাবির মূল কারণ
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন যে, জামালপুরের বিভিন্ন মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, নছিমন-করিমন অবাধে চলাচল করছে। এসব যানবাহনের কারণে প্রায় প্রতিদিনই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে।
- আইন লঙ্ঘন: তাঁরা জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৭ (২) ধারা অনুযায়ী মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচল আইনত নিষিদ্ধ।
- দুর্ঘটনা: সম্প্রতি গত সোমবার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে আশেক মাহমুদ কলেজের দুজন শিক্ষার্থী নিহত হন। এই ঘটনা শিক্ষার্থীদের এই আন্দোলনে নামতে উৎসাহিত করেছে।
