
আমির হামজাছবি: পরিবারের কাছ থেকে সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ধারের ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে মাদ্রাসাছাত্র আমির হামজা ওরফে হানজালাকে (১৩) হত্যা করেছে একই মাদ্রাসার আরেক ছাত্র (১৬)। ওই কিশোরের ব্যবহৃত একটি কাঁথার সূত্র ধরে এ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান এ তথ্য জানান।
যেভাবে খুন হয় মাদ্রাসাছাত্র
- বিরোধের কারণ: গ্রেপ্তার ওই কিশোর প্রায়ই আমির হামজার কাছ থেকে টাকা ধার নিত। সর্বশেষ ৫০ টাকা ফেরত না দেওয়ায় হামজা বারবার টাকা ফেরত চাওয়ায় সে বিরক্ত হয়।
- ঘটনা: গত রোববার বিকেলে ওই কিশোর হামজাকে বাড়ি থেকে টাকা এনে দেওয়ার কথা বলে সাইকেলে করে মাদ্রাসার পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে টাকা ফেরত চাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কিশোর হামজার গলা টিপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই হামজা মারা যায়।
- লাশ গুম: ঘটনার পর সন্ধ্যায় অভিযুক্ত কিশোর লাশ বাগানে ফেলে রেখে মাদ্রাসায় ফিরে আসে। সন্ধ্যার হাজিরা দিয়ে মাদ্রাসা থেকে একটি কাঁথা নিয়ে আবার বাগানে যায়। এরপর বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তা এনে হামজার লাশ বস্তার মধ্যে ঢুকিয়ে পাঁচটি ইট ভরে পুকুরে ফেলে দেয়।
- উদ্ধার: মঙ্গলবার সন্ধ্যার পর পুকুর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী বস্তাবন্দী অবস্থায় অর্ধগলিত মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
- ভুক্তভোগী: নিহত আমির হামজা গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল।