
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনেছবি: মো. মামুন
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, সেই চেষ্টা কোনো কোনো রাজনৈতিক দল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন ও অন্তর্বর্তী সরকার
- নির্বাচন পেছানোর চেষ্টা: বিএনপির মহাসচিব বলেন, “কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয়, তার চেষ্টা করছে।”
- দ্রুত নির্বাচন: তিনি মন্তব্য করেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার এই চেষ্টা ঠিক হচ্ছে না। এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার, কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।
- সংস্কারকাজ: সংস্কারকাজ এগিয়ে নেওয়ায় তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছে, যা প্রয়োজন ছিল।
বিএনপি, জিয়াউর রহমান ও তারেক রহমান
মির্জা ফখরুল বলেন, সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্যে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন।
- ইতিহাস: তিনি মন্তব্য করেন, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে, সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে।
- জিয়াউর রহমানের নাম: জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও তাঁকে ইতিহাস ধারণ করেছে এবং তাঁকে মুছে ফেলা যাবে না।
- তারেক রহমান: তারেক রহমান এখন সেই স্বাধীনতার পতাকা, অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা তুলেছেন। মির্জা ফখরুল বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব।”
অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে ৬৪০ পৃষ্ঠার নতুন সংকলিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়, যেখানে ‘আমার বাবা’ শীর্ষক তারেক রহমানের একটি লেখাও অন্তর্ভুক্ত আছে।
