দ্য গার্ডিয়ান
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০০

নিজের লেখা বই ‘হানড্রেড অ্যান্ড সেভেন ডেজ’ হাতে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসছবি: ভিডিও থেকে নেওয়া
কমলা হ্যারিস তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেদিন ছিল ট্রাম্প ও কমলার নির্বাচনী বিতর্ক। বিতর্কের মঞ্চে ওঠার কয়েক ঘণ্টা আগে কমলা হ্যারিসকে ফোন করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। কথায় কথায় তিনি বলেন, তাঁর (বাইডেন) ভাইয়ের প্রভাবশালী সহযোগীরা কমলাকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি দিনে বাইডেনের এমন কথায় ‘চটে’ যান কমলা। বাইডেনের এমন কথা তাকে ‘হতাশ’ করে।
কমলার নতুন বইয়ে ক্ষোভের প্রকাশ
নিজের নতুন প্রকাশিতব্য বইয়ে বাইডেন সম্পর্কে এমন ‘রাগ ও হতাশার’ কথা লিখেছেন কমলা। বইটির নাম ‘হানড্রেড অ্যান্ড সেভেন ডেজ’ বা ‘১০৭ দিন’। এটি ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারকালের স্মৃতিচারণামূলক বই। আগামী সপ্তাহে (২৩ সেপ্টেম্বর) বইটি প্রকাশিত হবে। বইটির প্রকাশক বিশ্বখ্যাত মার্কিন প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। প্রকাশের আগে এই বইয়ের একটি কপি দ্য গার্ডিয়ানের হাতে এসেছে।
বাইডেন-কমলা সম্পর্কের টানাপোড়েন
জো বাইডেন ও কমলা হ্যারিসের সম্পর্ক সবসময়ই সহজ ছিল না। বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালীন অনেকবার তাদের মধ্যে মতবিরোধের খবর সামনে এসেছে। তবে কমলার এই নতুন বইয়ের মাধ্যমে সেই সম্পর্কের আরও কিছু অপ্রকাশিত দিক সামনে আসছে, যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ট্রাম্পের সঙ্গে বিতর্কের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে বাইডেনের এমন স্পর্শকাতর মন্তব্য কমলার ওপর কতটা মানসিক চাপ তৈরি করেছিল, তা এই বইয়ে বিস্তারিতভাবে উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এই বইয়ের প্রকাশের পর বাইডেন-কমলার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে এবং এটি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।