
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সরকারি সার, বীজ ও অন্যান্য সামগ্রী প্রকৃত কৃষকদের না দিয়ে যারা আত্মসাৎ করে, তাদের চিহ্নিত করে আইনি হাতে সোপর্দ করার, এমনকি “রশি দিয়ে বেঁধে রেখে তাঁকে খবর দেওয়ার” পরামর্শ দিয়েছেন নোয়াখালীর বিএনপির নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম।
গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভার ফখরুল টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা শাখার জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা দেন।
এমপি নির্বাচিত হলে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি
নোয়াখালী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফখরুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তিনি এমপি নির্বাচিত হলে, নোয়াখালী-৫ আসনকে উন্নত বিশ্বের কৃষি প্রধান দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে রোল মডেল হিসেবে রূপান্তরিত করবেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ৩১ দফায় বলা হয়েছে, বিএনপি সরকারে গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা হবে।
তিনি কৃষক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা সার, বীজ ও কৃষি সামগ্রী প্রকৃত কৃষকদের না দিয়ে অনিয়ম করছে, তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।
সভায় উপস্থিতি
কৃষক দলের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ও ভিপি শাহানাজ পারভীন এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু।
এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেম্বারসহ স্থানীয় কৃষক দল ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।