
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ছবি: ফেসবুক থেকে নেওয়া।
ইফ হাওলাদার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি ও জামায়াতে ইসলামী—দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখছে। দলটি এখনো কোনো জোটে যাওয়ার ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে উভয় দলের দিকেই দরজা খোলা রাখছে।
- আলোচনা: এনসিপি নেতারা বিএনপি ও জামায়াত—উভয় দলের সঙ্গেই অনানুষ্ঠানিকভাবে আলাপ-আলোচনা করছেন।
- আনুষ্ঠানিকতা: এনসিপি নেতাদের ভাষ্য, দলীয় প্রতীক এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি সুরাহার পরই তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করবেন।
- নির্বাচনী তৎপরতা: যদিও অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রায় অর্ধশত সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যেই তাঁদের পছন্দের আসনের ভোটারদের কাছে পরিচিত হওয়ার জন্য জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।
