
শিল্পীর দৃষ্টিতে সুপার আর্থছবি: ইউনিভার্সটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইন।
জাহিদ হোসাইন খান।
বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২০ আলোকবর্ষের কম দূরত্বে জিজে ২৫১ সি নামের একটি সুপার আর্থ ধরনের বহির্গ্রহ আবিষ্কার করেছেন। এই গ্রহটি এলিয়েন লাইফ বা ভিনগ্রহের প্রাণের জন্য সঠিক পরিবেশ ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- গ্রহের আকার: জিজে ২৫১ সি আমাদের পৃথিবীর চেয়ে অন্তত চার গুণ বড় এবং বিজ্ঞানীরা মনে করছেন এটি সম্ভবত একটি পাথুরে জগৎ।
- গোল্ডিলকস জোন: গ্রহটি তার নক্ষত্রের ‘গোল্ডিলকস জোন’-এর মধ্যে রয়েছে। এই অঞ্চলে তরল পানি গ্রহের পৃষ্ঠে বিদ্যমান থাকতে পারে। গবেষকেরা মনে করছেন, এই নিকটবর্তী গ্রহটি ভিনগ্রহের প্রাণ ধারণের জন্য বেশ উপযুক্ত হতে পারে।
আবিষ্কারের পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
ভিনগ্রহের জগৎ খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা ২০ বছরের বেশি সময়ের ডেটা ঘেঁটে দেখেছেন। কক্ষপথে থাকা গ্রহের মহাকর্ষের কারণে দূরবর্তী নক্ষত্রের মৃদু কম্পন খুঁজে বের করার সময় গ্রহটির খোঁজ পাওয়া যায়।
- যন্ত্র: পেন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী অধ্যাপক সুভ্রথ মহাদেবন ও তাঁর দল এই বহির্গ্রহটি খুঁজে বের করার জন্য হ্যাবিটেবল-জোন প্ল্যানেট ফাইন্ডার নামের একটি ডিভাইস ব্যবহার করেছেন।
- ভবিষ্যৎ: অধ্যাপক মহাদেবন বলেন, এই আবিষ্কার আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে অন্য গ্রহে প্রাণ ধারণের জন্য বায়ুমণ্ডলীয় স্বাক্ষর আছে কি না, তা জানার সুযোগ করে দেবে। আগামী এক দশকের মধ্যে নতুন টেলিস্কোপের মাধ্যমে জিজে ২৫১ সি-তে বায়ুমণ্ডল আছে কি না, সে তথ্য জানার কাজ চলবে। ৩০-মিটার গ্রাউন্ডভিত্তিক টেলিস্কোপ বায়ুমণ্ডলে প্রাণের চিহ্ন (বায়োসিগনেচার) শনাক্ত করতে সহায়তা করবে।
