
ক্রিস্টিয়ানো রোনালদোরয়টার্স।
খেলা ডেস্ক।
সৌদি কিংস কাপে গতকাল রাতে শেষ ষোলোর ম্যাচে আল নাসর ২-১ গোলে আল ইত্তিহাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি।
ম্যাচের মূল চিত্র
- আল ইত্তিহাদ: ইত্তিহাদের হয়ে প্রথম গোলটি করেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমা। অপর গোলটি করেন হুসেম আওয়ার।
- আল নাসর: আল নাসরের একমাত্র গোলটি এসেছে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের কাছ থেকে।
- সুযোগ হারানো: ৪৯ মিনিটে আল ইত্তিহাদের আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও, ১০ জনের দলের বিপক্ষে সে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি রোনালদো-ফেলিক্সরা। রোনালদো পাঁচটি শট নিয়েও মাত্র একটি পোস্টে রাখতে পারেন।
রোনালদোর শিরোপাহীন যাত্রা
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো:
- শিরোপা: এ পর্যন্ত ১৩টি অফিশিয়াল টুর্নামেন্টে আল নাসরের হয়ে খেলেও ক্লাবকে কোনো শিরোপা জেতাতে পারেননি। (২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়)।
- ফাইনাল: তিনি আল নাসরের হয়ে এ পর্যন্ত তিনবার ফাইনালে খেলেছেন এবং সব কটিই হেরেছেন।
- পারফরম্যান্স: তবে ক্লাবটির হয়ে রোনালদোর পারফরম্যান্স ব্যক্তিগতভাবে বেশ ভালো। এবারের মৌসুমসহ এ পর্যন্ত চার মৌসুমে আল নাসরের হয়ে তাঁর গোলসংখ্যা ১২০ ম্যাচে ১০৬।
বর্তমানে সৌদি প্রো লিগে অবশ্য আল নাসর ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে।
