
সোনা। প্রতীকী ছবি।
বানিজ্য ডেস্ক।
দেশের বাজারে সোনার দাম একলাফে প্রায় সাড়ে ১০ হাজার টাকা কমেছে। এ নিয়ে টানা তিন দিনে সোনার ভরি ১৫ হাজার ১৮৭ টাকা কমেছে, যার ফলে সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।
জুয়েলার্স সমিতি গতকাল মঙ্গলবার রাতে এই বড় দরপতনের ঘোষণা দেয়, যা আজ বুধবার থেকে কার্যকর হবে।
নতুন দাম ও কারণ
সোনার দামের এই বড় পতনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দরপতন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।
| মান (ক্যারেট) | ভরিপ্রতি নতুন দাম (টাকা) | সর্বশেষ কমানো (টাকা) |
|---|---|---|
| ২২ ক্যারেট (ভালো মান) | ১,৯৩,৮০৯ | ১০,৪৭৪ |
| ২১ ক্যারেট | ১,৮৫,০০৩ | ৯,৯৯৬ |
| ১৮ ক্যারেট | ১,৫৮,৫৭২ | ৮,৫৭৩ |
| সনাতন পদ্ধতি | ১,৩১,৬২৮ |
উল্লেখ্য: সর্বশেষ গতকাল ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়। এর আগে ২৭ অক্টোবর ১ হাজার ৩৯ টাকা এবং ২৪ অক্টোবর ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছিল। ফলে চার দফায় সোনার দাম কমছে ভরিপ্রতি ২৩ হাজার ৫৭৩ টাকা।
তবে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
