মেহেদী হাসান
ঢাকা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১১

বাংলাদেশের পঞ্চম বোলারের দায়িত্বটা ভাগাভাগি করছেন সাইফ হাসানশামসুল হক
এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের বোলিং বিভাগ দেখে খটকা লেগেছিল অনেকেরই। সুপার ফোরে ওঠার পর সেই খটকাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—বাংলাদেশের পাঁচ নম্বর বোলার কে? নাকি আদৌ কোনো পাঁচ নম্বর বোলার খেলাবে না বাংলাদেশ?
দুবাইয়ে আজ সুপার ফোরে বাংলাদেশের প্রথম পরীক্ষা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই ম্যাচের আগেও এই বিষয়টি আলোচনায় আছে। বাংলাদেশ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। প্রতিপক্ষ, কন্ডিশন, দলের শক্তি—সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বিষয়টি আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আফগানিস্তান ম্যাচেই সেটা স্পষ্ট হয়ে গেছে।
আফগানিস্তান ম্যাচে স্পষ্ট হলো দুর্বলতা
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও বাংলাদেশ মাঠে নেমেছিল মাত্র চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে—নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুজন স্পিনার এবং দুজন পেসার নিয়ে সাজানো হয়েছিল বোলিং লাইন আপ।

মূল বোলাররা দায়িত্ব ভালোভাবেই সামলাচ্ছেন
এসিসি
১৫৪ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে চার বিশেষজ্ঞ বোলার কাজ চালালেও দুশ্চিন্তা বাড়ালেন দুই খণ্ডকালীন বোলার সাইফ হাসান ও শামীম হোসেন। অধিনায়ক লিটন দাস তাদের দিয়ে পঞ্চম বোলারের ৪ ওভারের কোটা পূরণ করেন। শামীম এক ওভারেই খরচ করেন ১৬ রান, আর সাইফ ৩ ওভারে দেন ৩৯ রান। দুজনের কেউই কোনো উইকেট পাননি। অর্থাৎ, তারা দুজন মিলে ৪ ওভারে খরচ করেছেন ৫৫ রান।
বিশেষজ্ঞদের চোখে বাংলাদেশের দুর্বলতা
ক্রিকেট বিশেষজ্ঞদের চোখ এড়িয়ে যায়নি এই চিত্র। ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও রোহান গাভাস্কারের কাছে একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট জানতে চেয়েছিল, বাংলাদেশ কি মেহেদী হাসানকে একাদশে ফেরাবে?
হার্শার উত্তর ছিল, “এটা ভেবেচিন্তে নেওয়ার মতো সিদ্ধান্ত। হয়তো ম্যাচের দিন সকালে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এখন দেখার বিষয়, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পাঁচ নম্বর বোলারের ঘাটতি পূরণে মেহেদী হাসানকে ফেরায়, নাকি অন্য কোনো কৌশল অবলম্বন করে।