বগুড়ার আরডিএ-তে কর্মশালা শুরু, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়নে জোর

আবুল বাশার
বগুড়া
সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) বাস্তবায়িত “ক্ষুদ্র কৃষকদের জীবিকা উন্নয়ন: মূল্য শৃঙ্খল উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসা সম্প্রসারণ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ওপর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ)-এর অর্থায়নে এই প্রকল্পটি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা—এই পাঁচটি সদস্য দেশে বাস্তবায়িত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র কৃষকদের আয় বৃদ্ধি, কৃষিপণ্যের অপচয় রোধ এবং মূল্য সংযোজিত পণ্য উন্নয়ন।

উদ্ভাবনী পণ্য ও অর্জন
প্রকল্পের আওতায় কাঁঠাল ও ক্যাসাভা চিপস, আদা গুড়া, গাজর ও মুলার আচার এবং মোরিঙ্গা-ভিত্তিক পণ্য-এর মতো বহু উদ্ভাবনী পণ্য তৈরি করা হয়, যা কৃষিপণ্যের অপচয় রোধে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. হারুনূর রশিদ। তিনি বলেন, “এই প্রকল্প ক্ষুদ্র কৃষকদের আয় ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি আরডিএ’র মহাপরিচালক ড. এ. কে. এম. ওয়ালি উল্লাহ বলেন, প্রকল্পটি নারী উদ্যোক্তা উন্নয়ন এবং সার্ক দেশগুলোর কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খল উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সার্ক সচিবালয়ের পরিচালক তানভির আহমেদ তরফদার আঞ্চলিক সংহতি ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প সমাপ্তি প্রতিবেদনে কৃষকের আয় বৃদ্ধি, ফসল পরবর্তী ব্যবস্থাপনা ও প্রযুক্তি গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়গুলো উঠে আসে।