
আবহাওয়া অধিদপ্তর।ছবি:
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এখন পর্যন্ত এর গতিপ্রকৃতিতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার নিশ্চিত সম্ভাবনা নেই এবং বাংলাদেশের উপকূলে এর প্রভাব তত বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আজ শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস
- নিম্নচাপের সম্ভাবনা: আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, নতুন লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
- প্রভাব: নিম্নচাপটির মূল প্রভাব পড়ার কথা ভারতের ওডিশা উপকূলে, তবে বাংলাদেশের বিশেষ করে উপকূলে প্রভাব পড়তে পারে এবং এর প্রভাবে বৃষ্টি হতে পারে।
- বৃষ্টির সময়: লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আগামী বুধবারের দিকে দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে।
এদিকে প্রায় এক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ স্থান প্রায় বৃষ্টিহীন থাকায় গরম বেড়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
