
কিশোরগঞ্জে এনসিপির সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ছবি:
বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য তাঁর দল কোনো জোট করবে না। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্প একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জোটের শর্ত
সারজিস আলম বলেন, এনসিপি শুধুমাত্র সেই রাজনৈতিক দলের সঙ্গে আগামী নির্বাচনে জোট করতে পারে, যারা নিম্নোক্ত বিষয়ে কমিটেড থাকবে:
- জুলাই সনদের বাস্তবায়ন: জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
- বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা: বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
- আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
- ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই: আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, “জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধু সিট পাওয়ার জন্য কোনোরকম জোট এনসিপি করবে না।”
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করে সারজিস আলম বলেন, অন্যান্য রাজনৈতিক দল যখন নিশ্চয়তা নিশ্চিত না হয়ে ‘শুধু নির্বাচনমুখী আচরণ করে’ সনদে স্বাক্ষর করেছে, তখন এনসিপি মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে।
তিনি বলেন, যেদিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি হবে এবং গণভোটে সনদের পক্ষে রায় আসবে, সেদিন এনসিপি নির্দ্বিধায় স্বাক্ষর করবে। তিনি মনে করেন, নিশ্চয়তা ছাড়া স্বাক্ষর করা “বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা” করা।
এনসিপির এই নেতা আরও বলেন, ভবিষ্যতে বিএনপি ও জামায়াত এককভাবে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে পারবে না, তাই তরুণ প্রজন্মের এনসিপি’র অংশগ্রহণ আবশ্যক।
