
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।
প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে আগামী মাসেই ইলেক্ট্রনিক-কার (ই-কার) সেবা চালু হতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) এই উদ্যোগ নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম খান এই সিদ্ধান্তের কথা জানান।
ই-কার ও অন্যান্য উদ্যোগ
- ই-কার চালু: রফিকুল ইসলাম খান বলেন, “আমরা আশা করি, এটা স্বল্প সময়ের মধ্যে, ইনশা আল্লাহ মাসখানেকের মধ্যে আমাদের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।” শিক্ষার্থীদের প্রয়োজন ও রুয়ার সামর্থ্য অনুযায়ী ই-কারের সংখ্যা নির্ধারণ করা হবে।
- শিক্ষার্থীদের কল্যাণে অন্যান্য সিদ্ধান্ত:
- খুব শিগগিরই মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হবে।
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়েছে।
- শিক্ষার্থীদের হলের ডাইনিংয়ে ভর্তুকি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
 
- পুনর্মিলনী: দ্রুততম সময়ের মধ্যে অ্যালামনাইয়ের একটি পুনর্মিলনী আয়োজন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি আরও জানান, ভবিষ্যতে অ্যালামনাইয়ের নিজস্ব ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেও পর্যায়ক্রমে কাজ করার পরিকল্পনা রয়েছে।

 
         
         
         
                       
        