
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ বিভাগীয় ও জেলা সার্কেল অফিস এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও স্লোগান
বুধবার (২২ অক্টোবর) এই দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানসম্মত হেলমেট ব্যবহার এবং নিরাপদ গতিতে যানবাহন চালানোর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা এবং এতে সৃষ্ট জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
কর্মসূচিতে জেলা প্রশাসন, বিআরটিএ, সওজ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ, পরিবহন শ্রমিক ও মালিক সমিতির প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।