গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বার্তা জনগণের সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়: অতিরিক্ত সচিব

রাশিদ আহমেদ নিসর্গ
ময়মনসিংহ
টাইফয়েড টিকাদান কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণমাধ্যম পেশাজীবীদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় “Divisional Level Consultation Workshop on TCV Vaccination Campaign 2025 with Media People” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা ছাড়া এই গুরুত্বপূর্ণ বার্তা জনগণের সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়।” তিনি ইউনিসেফকে কারিগরি সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার বলেন, “পোলিও, কলেরা ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে যে সাফল্য অর্জিত হয়েছে, তার পেছনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি, টিসিভি টিকাদান কর্মসূচিও গণমাধ্যমের শক্তিশালী অংশগ্রহণে সফল হবে।”
সর্বোচ্চ টিকা গ্রহণের হার ময়মনসিংহে
ময়মনসিংহ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ জানান, এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে টিকা গ্রহণের হার সারা দেশের মধ্যে সর্বোচ্চ (৯৫ শতাংশের বেশি)। তিনি শীঘ্রই এই হার শতভাগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় ময়মনসিংহ জেলার কর্মরত সরকারি/বেসরকারি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁরা টিসিভি টিকার কার্যকারিতা, নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। কর্মশালার সুষ্ঠু ব্যবস্থাপনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
