
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন থেকেই রিস্টার্ট করা যায়ছবি: রয়টার্স।
আহসান হাবিব।
ফোন ধীরগতিতে চললে, হঠাৎ গরম হয়ে গেলে বা অ্যাপ বারবার ক্র্যাশ করলে বিশেষজ্ঞরা ফোনটি রিস্টার্ট করার পরামর্শ দেন। নিয়মিত রিস্টার্ট করলে ফোনের পারফরম্যান্স ও নিরাপত্তা উভয়ই উন্নত হয়, কারণ এতে অস্থায়ী মেমোরির ক্যাশ ফাইল মুছে যায়।
সাধারণত পাওয়ার বাটন চেপে ধরে ফোন রিস্টার্ট করা হয়। তবে পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে স্ক্রিন থেকেই একটি সহজ উপায়ে ফোন রিস্টার্ট করা যায়:
পাওয়ার বাটন ছাড়াই রিস্টার্টের উপায়
১. অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের ওপর থেকে নিচে টেনে নামান। এতে ‘নোটিফিকেশন শেড’ খুলে যাবে।
২. স্ক্রিনের ওপরে ডান দিকে একটি ছোট পাওয়ার আইকন দেখা যাবে।
৩. সেই আইকনে স্পর্শ করলে পাওয়ার মেনু প্রদর্শিত হবে।
৪. মেনু থেকে ‘রিস্টার্ট’ অপশনটি নির্বাচন করলেই ফোনটি পুনরায় চালু হবে।
