
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেকর্ডকৃত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে ভোগদখলের অভিযোগে নোয়াখালীতে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার, ডি/ম্যান ও কপিস্টসহ মোট তিনজন কর্মচারী রয়েছেন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদক নোয়াখালীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
অভিযোগ ও জালিয়াতির প্রক্রিয়া
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার আইউবপুর মৌজায় অধিগ্রহণ করা ২৩ একর ৮ শতাংশ ভূমি দীর্ঘদিন ধরে দিয়ারা জরিপ থেকে শুরু করে চূড়ান্ত ডিপি খতিয়ান পর্যন্ত পাউবো, নোয়াখালীর নামেই রেকর্ড ছিল।
কিন্তু মামলার অভিযুক্ত আসামিরা একে অপরের যোগসাজশে জাল রেকর্ড/খতিয়ান তৈরি করে মূল ভলিউমে সংযোজন করেন। সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার, ডি/ম্যান ও কপিস্ট পদমর্যাদার কর্মচারীরা এই জালিয়াতির মাধ্যমে রেকর্ড পরিবর্তন করে বাহার উদ্দিন নামে এক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেন, যা চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল।
দুদক নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস জানান, আসামিরা জাল রেকর্ড তৈরি করে পাউবোর সম্পত্তি আত্মসাৎপূর্বক ভোগদখল করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।