নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলাম এবং ৩ আসনে বরকত উল্লাহ বুলু পেলেন মনোনয়ন

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত ২৩৭টি আসনের প্রার্থীর তালিকায় নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের সবগুলোতে প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
নোয়াখালীর ৬ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী তালিকা
ঘোষিত তালিকা অনুযায়ী, নোয়াখালীর ৬টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যাঁরা:
| আসন | নির্বাচনী এলাকা | প্রার্থীর নাম | 
| নোয়াখালী-১ | চাটখিল-সোনাইমুড়ী | ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন | 
| নোয়াখালী-২ | সেনবাগ-সোনাইমুড়ী আংশিক | জয়নুল আবদীন ফারুক | 
| নোয়াখালী-৩ | বেগমগঞ্জ | বরকত উল্লা বুলু | 
| নোয়াখালী-৪ | সদর-সূবর্ণচর | মোহাম্মদ শাহজাহান | 
| নোয়াখালী-৫ | কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক | মোহাম্মদ ফখরুল ইসলাম | 
| নোয়াখালী-৬ | হাতিয়া | মাহবুবের রহমান শামীম | 





মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণার মধ্য দিয়ে এই ছয়টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের জল্পনা-কল্পনার অবসান ঘটল।
