
এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সনাতন ধম্বালম্বীদের শারদীয় দূগাউৎসবে ষষ্ঠী পূজায় মন্ডপে মন্ডপে পূজারি- ভক্তদের উপচে পড়া ভীড় এবং মন্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকঢোল, আর বাধ্যযন্ত্র মূখরিতপূজা মন্ডপ। সাজ সাজ রব সবত্র। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুর্গা পূজার প্রথমদিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি ও ২য় দিনে ১৪টি মন্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ১৫৩, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বিএনপি থেকে ধানের শীর্ষক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এমডি মামুন বিন আব্দুল মান্নান।
তিনি প্রতিটি মন্ডপে গিয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নিজস্ব অর্থায়নে নগদ অনুদান প্রদান করেন। জানা যায়, দলের পক্ষ থেকে নগদ অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে বিএনপি নেতা এমডি মামুন বলেন, “ধর্ম যার যার দেশ সবার, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ সার্বজনীন আনন্দোৎসবে পরিণত হয়েছে। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষের মিলন ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের এ বড় উৎসবকে সফল্যমন্ডিত করতে বিএনপির পক্ষ খোজঁখবর সহ সার্বিক সহায়তা করা হচ্ছে। উৎসবে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে।
আমি চাই নান্দাইলে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।” পূজা পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা টিপু, আরিফ, বিদ্যুৎ, মনজু, শাহিন, আল মামুন, শান্ত, আহাম্মদ, শামিম, মাসুম, মন্ডল শাহাব উদ্দিন, শ্রী রঞ্জন সহ হিন্দু সম্প্রদয়ের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিরাঞ্জন দাস বলেন, “এমডি মামুনের মতো নেতারা যখন পাশে দাঁড়ান, তখন পূজা আয়োজনের উৎসাহ দ্বিগুণ হয়। আমরা তাঁর এই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এছাড়া মন্ডপ পরিদর্শনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে। পূজা উপলক্ষে নান্দাইল থানা পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি মন্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে সর্বত্র শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হচ্ছে।