
সেঞ্চুরির পর ব্রুক এএফপি
খেলা ডেস্ক।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। একার নৈপুণ্যে তিনি ইংল্যান্ডকে ২২৩ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন।
ব্রুকের ইনিংসের চিত্র
ইংল্যান্ড যখন দলীয় ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ব্রুক দলের হাল ধরেন।
- রান ও বল: ১০১ বলে ১৩৫ রান করে তিনি দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।
- বড় শট: তাঁর ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৯টি চার। তাঁর ১১ ছক্কা নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটসম্যানের মধ্যে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
- দ্রুততা: ৩৬ বলে ফিফটি এবং ৮২ বলে সেঞ্চুরি করেন তিনি।
- রেকর্ড জুটি: ইংল্যান্ড ১৬৬ রানে নবম উইকেট হারানোর পর, শেষ ব্যাটসম্যান লুক উডকে সঙ্গে নিয়ে ব্রুক শেষ উইকেট জুটিতে ৫৭ রান যোগ করেন।
ব্রুকের এই দুর্দান্ত ইনিংসের সুবাদেই ইংল্যান্ড ৩৫.২ ওভারে অলআউট হওয়ার আগে ২২৩ রান সংগ্রহ করে।
