
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন ও মশাল মিছিল হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেছবি।
সংবাদদাতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও মশালমিছিল হয়েছে। ‘জাগো বাহে কোনঠে সবাই’ স্লোগানে এই কর্মসূচির আয়োজন করে ‘রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিট’ নামের একটি সংগঠন।
কর্মসূচিতে চাকসুর নবনির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।
বক্তাদের দাবি
- ভারতের আনুগত্যের অভিযোগ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ বলেন, কোনো সরকারই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, কারণ তারা বরাবরই ভারতের অনুগত থেকেছে। তিনি ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন।
- চাকসুর সমর্থন: চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব সংহতি প্রকাশ করে বলেন, তিস্তা মহাপরিকল্পনার খসড়া ও রোডম্যাপ অবিলম্বে প্রকাশ করতে হবে এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ দিতে হবে।
- সময়ের দাবি: দর্শন বিভাগের শিক্ষার্থী মাহাবুবুল হাসান চলতি বছরের নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা ‘উত্তরের এই বৈষম্য, মানি না মানব না’ এবং ‘সবার প্রাপ্য সবাই পায়, আমার বেলায় বাজেট নাই’ স্লোগান দেন। শহীদ মিনার থেকে মশালমিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে শেষ হয়।